About BJJA

অভিলক্ষ্য (Mission)

দেশের ক্রীড়া উন্নয়নে ভূমিকা পালনে যুগোপযোগী পরিকল্পনা গ্রহন

রূপকল্প (Vision)

জুজুত্সু খেলা অনুশীলনের মাধ্যমে সুস্থ বিনোদন ও স্বাস্থ্য সুরক্ষা প্রদানসহ সুস্থ জাতি গঠনে যুব সমাজকে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ 

কর্ম সম্পাদনের ক্ষেত্র (Strategies Objectives)

  • তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত জুজুত্সু খেলার সম্প্রসারণ
  • নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন
  • ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কার্যক্রম গ্রহণ
  • তরুণ ও যুবাদের জুজুত্সু খেলার প্রতি আগ্রহ বৃদ্ধির উদ্যোগ

কার্যাবলী (Functions) (আইন/বিধি দ্বারা নির্ধারিত কার্যাবলী)

  • দেশের ক্রীড়া মান উন্নয়নে সরকারী বিধিবদ্ধ আইন অনুসরণ
  • যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গৃহীত কার্যক্রমে সহায়তা প্রদান ও সে অনুযায়ী কার্যকরন
  • ক্রীড়া প্রশিক্ষণ ও ফেয়ার  প্লে বা সততার সাথে ক্রীড়া চর্চায়  গুরুত্ব আরোপ
  • যুব সমাজকে ক্রীড়ার মাধ্যমে দেশ গঠনে সক্রিয়  ভূমিকা রাখার জন্য উদ্বুদ্ধকরণ

পটভূমি (Background)

Mother of all Martial Art’s নামে খ্যাত এবং অলিম্পিকের অন্যতম ডিসিপ্লিন “জুজুত্সু” জাপানে উত্পত্তি হলেও ব্রাজিলে ব্যপক উন্নতি লাভ করে যা পরবর্তীতে বিশ্বের ১২০ টিরও বেশী দেশে “জুজুত্সু”এর চর্চা এবং কার্যক্রম চলছে৷ বাংলাদেশে বিগত ২০০৭ সাল থেকে জুজুত্সুর প্রশিক্ষণ শুরু হলেও পরবর্তীতে ক্রীড়া বিষয়ক সংসদীয়  কমিটির সম্মানীত সদস্য জনাব গোলাম ফারুক খন্দকার প্রিন্স, এম. পি এর সভাপতিত্বে জাতীয় পর্যায়ে বাংলাদেশ জুজুত্সু এসোসিয়েশন গঠিত হয় এবং গত ২৫শে জুলাই ২০১৫ খ্রী: জুজুত্সু ইন্টারন্যাশনাল ফেডারেশনের স্বীকৃতি লাভ করে৷ ইতিমধ্যে বাংলাদেশ জুজুত্সু এসোসিয়েশন এর সভাপতি জনাব গোলাম ফারুক খন্দকার প্রিন্স এম. পি এর নেতৃত্বে সরকারী নীতিমালা অনুসারে বেশ কিছু স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক জুজুত্সু কার্যক্রম পরিচালিত হয়েছে৷ উল্লেখ্য যে, বাংলাদেশ জুজুত্সু এসোসিয়েশন গত ২৭ শে সেপ্টেম্বর ২০১৮ খ্রিঃ জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন পেয়েছে৷ বাংলাদেশ জুজুত্সু এসোসিয়েশন ইতিমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক জুজুত্সু প্রতিযোগিতায় সাফল্য জনক ভাবে অংশগ্রহন করে পদক জয় করে বিশ্ব ক্রীড়াঙ্গন থেকে বাংলাদেশের জাতীয় পতাকার জন্য এক অনন্য দুলর্ভ সম্মান বয়ে আনতে সক্ষম হয়েছে৷  

অর্জন (Achievements)

ভবিষ্যৎ পরিকল্পনা (Future Plan)

উল্লেখ্য যে, জুজুত্সু এশিয়ান অলিম্পিকের একটি ডিসিপ্লিন এবং ইতিমধ্যে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ১৪তম সাফ গেম্‌স ২০২৩ এ জুজুত্সু অর্ন্তভূক্ত হয়েছে৷ বাংলাদেশ জুজুত্সু এসোসিয়েশন জেলা, বিভাগীয়, জাতীয় এবং আর্ন্তজাতিক জুজুত্সু প্রতিযোগিতার আয়োজন ও প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের সকল শিশু, কিশোর, যুবক ও সকল শ্রেণীর মানুষকে শারীরিক ও মানুষিক উত্কর্ষতা বৃদ্ধি ও কঠোর শৃঙ্খলা বোধে উদ্ধুদ্ধ করে সত্ নাগরিক হিসেবে গড়ে তুলতে তার অবিরাম প্রয়াস চালিয়ে যাবে৷